৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ। তাই আবারও  জাতীয় পার্টিকে রাস্ট্র ক্ষমতায় আনতে হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসনটি পুনঃ উদ্ধারে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান তিনি।
শনিবার পেকুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা ও বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
পেকুয়ায় উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি হাজ্বী বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন ভূট্টো, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন দুলাল, আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ডা: রুহুল আমিন, রেজাউল করিম, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহের, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.আলমগীর সওদাগর, জাতীয় পার্টির সভানেত্রী আমাতুর রহিম হিরা ও পেকুয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরমান বিন কাশেম প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।