২৬ জুলাই, ২০২৫ | ১১ শ্রাবণ, ১৪৩২ | ৩০ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

এক ফ্রেমে প্রধানমন্ত্রীর পরিবার

খন্দকার মাশরুর হোসেন, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিস্টিনা ওভারমায়ার ও সজীব ওয়াজেদ জয় (বাঁ থেকে)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৭ জুলাই)। দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস ও একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ওই ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রীর পুরো পরিবারকে।

জন্মদিন উপলক্ষে প্রযুক্তিবিদ জয়ের প্রকাশ করা ছবিতে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়ের স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ার, বোন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, বোনের জামাতা খন্দকার মাশরুর হোসেন রয়েছেন। প্রধানমন্ত্রীর পুরো পরিবারকে একসঙ্গে এক ছবিতে দেখে কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।
এ ছাড়া ওই ছবির নিচে বিপুল মানুষ জয়কে জন্মদিনের অভিনন্দন জানাচ্ছেন। আর তাঁর উত্তরও দিয়েছেন জয়। আলাদাভাবে উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করে জয় বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলাদাভাবে উত্তর দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের জন্য আমার শুভ কামনা।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিনে অবরুদ্ধ ঢাকায় জয় জন্ম নেন। তিনি পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান।
২০১৪ সাল থেকে সজীব ওয়াজেদ জয় অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সন্তান সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন হওয়ায় দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা। আর সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। পরে জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।