
উৎসবমূখর পরিবেশে পি.এম খালী অটোরিক্সা, সিএনজি মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৬৩৮) এর কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল (২৫ মার্চ) বাংলাবাজার’স্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৫১ জন সদস্য ভোটারের মধ্যে ৫০ জন ০৬ সদস্যদের কমিটি বেছে নিতে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে পি.এম খালী অটোরিক্সা, সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন। ছাতা প্রতীক নিয়ে নাছির সর্বোচ্চ ৪৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ ভোট। সহ- সভাপতি পদে আব্দুল মালেক আনারস প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছৈয়দ আলম (ফুটবল) পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রশিদ আহমদ (তালা) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিদারুল আলম (খেজুর গাছ) পেয়েছে ১৭ ভোট। অর্থ সম্পাদক পদে আবদুল জলিল (প্রজাপতি) ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বই প্রতীক নিয়ে ২য় হওয়া নুরুল আলম পেয়েছে ১০ ভোট। এছাড়া ২টি সদস্যপদে শহিদুল্লাহ (কাতাল মাছ) ৪০ ভোট ও শামসুল আলম (কলসি) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়।
দিনব্যাপী আলোচিত এ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, সদস্য সচিব মো: মনজুর ও সদস্য ছিলেন নুরুল আজিম। এদিকে ফলাফল ঘোষণার পূর্বে এক সংক্ষিপ্ত মালিক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ঝিলংজার চেয়ারম্যান টিপু সোলতান, পিএম খালীর চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বি.কম, রাজনীতিবিদ সরওয়ার আলম চৌধুরী, ছৈয়দ নুর সওদাগর, আবুল হোসেন সওদাগর, নুরুল হুদা মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, দেলোয়ার হোসেন জনি, সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমূখ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।