১৩ আগস্ট, ২০২৫ | ২৯ শ্রাবণ, ১৪৩২ | ১৮ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

উপজেলা নির্বাচন: ভোটার সংখ্যা ১০২৩, ভোট পড়েছে ১টি

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে জ্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথের মধ্যে একটি বুথে পাঁচ ঘণ্টায় একটি মাত্র ভোট পড়েছে। এই বুথে ভোটার সংখ্যা ১০২৩ জন।

সোমবার দুপুর ১টা পর্যন্ত এই বুথে ভোট পড়েছে একটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ভোটগ্রহণ চলছে। এসব উপজেলার কোনো কোনো ভোটকেন্দ্রে সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত পাঁচ ভোট কোথাও আবার সাত ভোট পড়েছে।

জ্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুর রশিদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২০৯৪ জন। এরই মধ্যে ভোট পড়েছে ২০০টির মতো। তবে একটি বুথে ভোটার সংখ্যা ১০২৩ জন থাকলেও সোমবার দুপুর ১টা পর্যন্ত ওই বুথে ভোট পড়েছে একটি।

এদিকে মৌলভীবাজারের সাতটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুবই কম। নির্বাচন কর্মকর্তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার কথা জানালেও ভোটারদের দেখা মেলেনি। বেশির ভাগ কেন্দ্রে ভোটারের চেয়ে এজেন্ট বেশি।
জেলার সাত উপজেলায় ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২৮ জন রয়েছেন।

তবে মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কামাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই পদে কোনো ভোটগ্রহণ হচ্ছে না।

বিডিমর্নিং

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।