১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে

Teknaf Pic-(A)-05-05-15
টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভায় বক্তারা বলেছেন এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের মধ্যে সমন্বয় করে করে এগিয়ে আসতে হবে।
৫এপ্রিল সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী,টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল-জাহিদ,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ,ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিকউদ্দিন,মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আখতার মিলি,টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর কাউন্সিলর,নুর আহমদ আনোয়ারী,সোনা আলী, অমিল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়ন সমুহের চেয়ারম্যান-মেম্বারগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবিসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক নয়াপাড়া শরনার্থী শিবির, লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। বিকালে জেলা প্রশাসক মো আলী হোসেন বাইতুর শরফ মাদ্রাসা,টেকনাফ মডেল থানা,সদর ইউনিয়ন ও তথ্যসেবা কেন্দ্র, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল,উপজেলা ভূমি অফিস, দরিদ্র বিমোচন প্রকল্পের কাজ পরিদর্শন করে রাত্রি-যাপন করবেন। পরদিন সকালে তিনি কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।