১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

উত্তর হারবাং এর ইয়াবা সম্রাট বার্মাইয়া সন্ত্রাসী কলিমুল্লাহ গ্রেপ্তার


কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলার উত্তর হারবাংয়ের ইয়াবা সম্রাট কুখ্যাত বার্মাইয়া সন্ত্রাসী কলিমুল্লাহ(৫৫)কে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে অাজিজনগর পুলিশ ক্যাম্প।
সুত্রে জানা গেছে, উত্তর হারবাংয়ের অাজিজনগরের সীমানা ঘেষা এলাকা নামার পাড়ার শেষপ্রান্তে খালপাড়ে বসতি স্হাপনের নামে মাদক ও ইয়াবার অাস্তানা খোলে বসে কলিমুল্লাহ।এলাকার উঠতি বয়সের যুবকদের টার্গেট কনে ক্রমাগত মরন নেশা গাজা অার ইয়াবার দিকে অাকৃষ্ট করে হাতিয়ে নিচ্ছে।হাজার হাজার টাকা অার সর্বশান্ত হচ্ছে অভিভাবকরা।অভিযোগ রয়েছে তার মেয়ে জামাই তোফায়েল ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায়না। যারা প্রতিবাদ করেছে তাদেরকে শাসিয়ে ভয়ভীতি দেখানোতে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।তাই সন্তানরা বিপদগামী হলেও নীরবে চোখের জল অার অাল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া কোন উপায় ছিলনা। অাজিজনগরের নবাগত অাই,সি লিয়াকত অালীর নেতৃত্বে একটি পুলিশি টিম গত ২৮ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে গ্রেপ্তার হন যথাক্রমে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন অালী ও মমতাজ।তাদেরই স্বীকারোক্তি মোতাবেক ৩মার্চ ভোর সাড়ে ৫টায় অাজিজনগর পুলিশ ক্যাম্পের অাই,সি লিয়াকত অালী ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে উল্লেখিত স্হান হতে ইয়াবা সম্রাট কলিমুল্লাহকে ১২পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করে থানার হেফাজতে নিয়ে আসে। অাজিজনগরের অাই,সি লিয়াকত অালী উক্ত প্রতিবেদককে বলেন, চেষ্টা করে যাচ্ছি অাজিজনগরকে মাদক,গাজা,ইয়াবা মুক্ত করতে অার অামাকে এ ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন অাজিজনগরের ইউ,পির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দীন কোং,ইনশাল্লাহ এলাকাবাসী এভাবে সহযোগিতা করলেই অাশা করছি সফল হবো। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।অন্যদিকে কলিমউল্লার গ্রেপ্তারের খবরে স্বস্তির নিশ্বাস ফেলছে অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।