
উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের লোকমান নামের এক যুবকে অপহরণ করে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তাঁর স্ত্রী ইয়াছমিন আকতার(২৬) বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় সন্দেহভাজন ইসহাক মিয়া সহ ৪জনের বিরুদ্ধে একটি দায়ের করেছে।
উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা গেছে, লোকমান হাকিম ১৩ এপ্রিল প্রতিপক্ষ ইছহাক সিন্ডিকেটের ২লক্ষ টাকার চোরাইপণ্য আটক করে বিজিবি। এর জের ধরে বিজিবি’র সোর্স হিসেবে কাজ করেছে দাবীতে তাঁকে অপহরণ করে ফলিয়াপাড়ার দক্ষিণের জঙ্গলের ভিতরে আটক রেখে চাঁদা দাবী করেছিল। এ ঘটনা স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর জানার পর অপহরণকারীদের হাত থেকে কৌশলে উদ্ধার করে নিয়ে যায়। গত ৪ মে সকালে বাড়ী থেকে উখিয়া আসার পথে থাইংখালী ষ্টেশনে থেকে তাঁকে অজ্ঞান কয়েকজন লোক টানা হেচড়া করে সিএনজি গাড়ীতে উঠিয়ে বালুখালী ঢালায় গাড়ী থামিয়ে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার তাঁর স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করিতে গেলে থানার উপ-পরিদর্শক পান্থ দেব অশালীন আচারণ করে বলে ইয়াছমিন আকতার সাংবাদিকদের অভিযোগ করেন। এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার উপ-পরিদর্শক পান্থ দেব এর সাথে একাধিক বার যোগাযোগ করে তাঁকে মোবাইলে পাওয়া যায়নি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।