৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়া বড়ুয়াদের ক্রান্তিলগ্নে ‘অগ্রযাত্রা কল্যান পরিষদ’র ভূমিকা প্রয়োজন- জ্যোতিঃপ্রিয় ভিক্ষু

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কিছু মেধাবী মুখ নিয়ে গঠিত মানবসেবী তথা স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ”র উদ্যোগে উখিয়ার অন্যতম বৌদ্ধ বিহার পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। ৭ই জুন শুক্রবার সকাল বেলায় এই অনুষ্টান সম্পন্ন হয়েছে।

প্রায় ২০০ ছাত্রছাত্রীদের মাঝে এই শিক্ষা উপকরন বিতরন করা হয়। সার্বিক সহায়তা করেন বাবু আপ্পু বড়ুয়া মাইকেল এবং অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সকল সদস্যগণ।

অগ্রযাত্রা কল্যাণ পরিষদের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্টাতা সভাপতি সঞ্জয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত বিতরন অনুষ্টানে আশীর্বাদকের আসন গ্রহণ করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক, অত্র বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিপ্রিয় থের মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কুশলায়ন শিশু শিক্ষা একাডেমীর সভাপতি তপন বড়ুয়া, অগ্রযাত্রার সিঃ সহ সভাপতি প্রদত্ত বড়ুয়া, সাঃ সম্পাদক নিকচেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রমথ বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশু বড়ুয়া, অর্থ সম্পাদক শিপলু বড়ুয়া, সহ অর্থ সম্পাদক তুষার বড়ুয়া, প্রচার সম্পাদক রাসেল বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন বড়ুয়া, সহ প্রচার সম্পাদক ইমন বড়ুয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, দুর্যোগ ও সমাজ কল্যান সম্পাদক কাকন বড়ুয়া, সুপন, নিকেল, আকাশ, সমীরন সহ আরো অনেকে।

আশীর্বাদকের শুভেচ্ছা বক্তব্যে পরম পূজনীয় জ্যোতিপ্রিয় ভান্তে বলেন, উখিয়ার বৌদ্ধ জাতির ক্রান্তিলগ্নে অগ্রযাত্রার ভূমিকা প্রয়োজন। অগ্রযাত্রাকে ঠিকিয়ে রাখতে হলে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ত্যাগের মহিমা আছে অগ্রযাত্রায়। সমাজ গঠনে ঐক্যবদ্ধ অগ্রযাত্রা। সকল সংগঠন থেকে ভিন্ন উখিয়ার অগ্রযাত্রা কল্যাণ পরিষদ। এবং পরিশেষে অগ্রযাত্রার ভবিষ্যত শ্রীবৃদ্ধি কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।