১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

উখিয়ায় সন্ত্রাসী আলা উদ্দিন আটক, সহযোগীরা ধরা ছোয়ার বাইরে

shomoy
কক্সবাজারের উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকার ত্রাস কুখ্যাত সন্ত্রাসী আলা উদ্দিন (২৬) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ৮ মার্চ (রবিবার) দুপুরে উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম চৌধুরী কোটবাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক সন্ত্রাসী আলা উদ্দিন রুমখা মনির মার্কেট এলাকার শীর্ষ জুয়াড়ী ও পকেটমার মাহমুদুল হক ওরপে মাদুলিক্যার ছেলে।
উখিয়া থানার উপ-পরিদর্শক সেলিম চৌধুরী জানান, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারী রাত ৮টায় পাইন্যাশিয়া চর পাড়া গ্রামের কাদির হোছনের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) কে চুরিকাঘাত করে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং ২০১৩ সালের ২৪ মার্চ রাতে একই গ্রামের মির আহম্মদের ছেলে নুরুল হাকিম কে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনতাই সহ বিভিন্ন অপরাধ জনক ঘটনার একাধিক মামলা আছে।
এদিকে রুমখা মনির মার্কেট সহ আশ পাশের গ্রামের অসংখ্য মানুষ অভিযোগ করে জানান, সন্ত্রাসী আলা উদ্দিন, তার ভাই মহি উদ্দিন, মোঃ সেলিম এবং একই গ্রামের শামশুল আলমের ছেলে মোঃ মামুন সহ একটি সন্ত্রাসী গ্রুপ র্দীঘ দিন ধরে রুমখা মনির মার্কেট, বাজার পাড়া, কোটবাজার সহ আশ পাশ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, জুয়ার আসর বসিয়ে টাকা কামাই, চুরি, ছিনতাই, নিরহ লোকজনদের মারধর করে জখম সহ নানা অপকর্ম করে আসছেন। এসব অপকর্মে এলাকার শীর্ষ জুয়াড়ী ও পকেটমার মাহমুদুল হক ওরপে মাদুলিক্যা এবং মামুনের পিতা শামশুল আলম সহায়তা করে থাকে। খোজ নিয়ে জানা যায়, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও একাধিক মামলা থানা ও আদালতে বিচারাধীন আছে। নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় এক ইউপি সদস্য অভিযোগ করে জানান, সন্ত্রাসী আলা উদ্দিন আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পর্যায়ক্রমে তার সহযোগীদের গ্রেপ্তার করার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।