৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

উখিয়ায় মরহুম শিক্ষক নুরুল আমিনের শোক সভা ও দোয়া মাহফিল

Ukhiya Pic-07-0
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে মরহুম নুরুল আমিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফফর আহমদ। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল আলম, আবুল ফজল, উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার মোঃ শাহজাহান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভুঁইয়া, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী, কেন্দ্রীয় কমিটি সদস্য বদিউর রহমান, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ, পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, দরগাহ বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবছার, নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়–য়া, ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান জামাল, টেকনাফ উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক হাবিবুর রহমান, মহেশখালী উপজেলা সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ হেলালী, উখিয়া উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ। শোক সভা শেষে মরহুম শিক্ষকের জন্য এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক নুর উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মোজাম্মেল হক আজাদ। উখিয়া উপজেলার ৭৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষকে মরহুমের পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।