২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ায় পাষন্ডের কান্ড: মায়ের কপালে ৪ সেলাই, গুরুতর আহত ছোটভাই !

উখিয়ায় গর্ভধারিনী মা ও আপন ছোট ভাইকে বেধড়ক পিটিয়ে আহত করেছে মাহমুদুল হক নামের এক পাষন্ড। হলদিয়া ইউনিয়নের রুমখাঁ মৌলভী পাড়ায় পরিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এ হামলায় তার দুই শ্যালকও অংশ নেয়। হামলায় গুরুতর আহত মা ও ছেলে আবদুল হক (২৬) কক্সবাজার সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ীতে আসা ভিকটিম আবদুল হক সাংবাদিকদের জানান, তাদের বয়োঃবৃদ্ধ পিতা জাবের হোসাইন বছরাধিক কাল আগে থেকে স্ট্রোক করে অসুস্হ অবস্হায় বাড়ীতে আছেন। বড়ছেলে মাহমুদুল হক (৩২) প্রায়ই সম্পত্তি ভাগ করে দেয়ার জন্য বৃদ্ধ পিতা-মাতাকে চাপপ্রয়োগ ও গালিগালাজ করত। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। গতরাতে আবদুল হক চট্টগ্রাম থেকে বাড়ীতে এসে এর প্রতিবাদ করলে দু ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা ও কথা কাটাকাটি হয়। এরপর বড় ভাই মাহমুদুল হক পার্শ্ববর্তী তার শশুর বাড়ী থেকে দুই শ্যালক মোঃ আলম ও খোরশেদ আলমকে ডেকে এনে ছোটভাই মাহমুদুল হকের উপর চড়াও হয়। তখন তাদের মা এসে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মা-ছেলে উভয়কে লোহার টর্চলাইট দিয়ে বেধড়ক মারধর করে। তিনজনের সম্মিলিত মারধরে মা ও ছেলের সারা শরীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আঘাতে মায়ের কপাল কেটে গেলে ৪ টি সেলাই করতে হয় ও ছেলে আবদুল হকের ঘাড়, মাথা ও বামকানে গুরুতর জখম হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত বৃদ্ধা মা ও ছেলে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।