৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়ার জুম্মপাড়ার নির্জন পাহাড়ে বসে মানব পাচারের হাট!

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের জুম্মপাড়া এলাকার নির্জন পাহাড়ে এবং টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে স্ব-পরিবারে আসা জুম্মাপাড়ার জনৈক সানা উল্যাহর বাড়ীতে রাতের আধারে বসে মানব পাচারের হাট। ওই গ্রামের মৃত মোঃ আলীর ছেলে এক সময়ের টম টম চালক নুর আলম সহ সংঘবদ্ধ একটি সিন্ডিকেট মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। জানা যায়, গত এক বছর ধরে নুর আলম সানা উল্যাহর বাড়ীতে নৈশ প্রহরীর দায়িত্ব নিয়ে কৌশলে সাগর পথে মালয়েশিয়া মানব পাচার করে এখন অঢেল সম্পদের মালিক বনে গেছে। পুলিশ, বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মানব পাচার প্রতিরোধ ও দমনে তৎপর হলে সংঘবদ্ধ পাচারকারীরা পাচারের নিরাপদ পয়েন্ট হিসাবে জুম্মপাড়ার নির্জন পাহাড় ও সানা উল্যাহর বাড়ীটি বেচে নিয়েছে।
পাচারকারীদের টার্গেট করে বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী সহ বহিরাগত লোকজন কৌশলে অপহরণ করে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য ওই এলাকাকে নিরাপদ আস্থানা হিসাবে ব্যবহার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালিয়া গ্রামের মফিজ মিয়া প্রঃ মনছুর, আবুল কালাম প্রঃ দাড়ী কালাম, সালামত উল¬াহ, গোয়ালিয়ার লেইঙ্গা, তার দুই ছেলে, ধোয়া পালং গ্রামের বেলাল উদ্দিন, লেইঙ্গা আলীর ছেলে আব্দুল করিম প্রঃ ডাকাত করিম্যা, হামিদুল হক প্রঃ কালাবা ডাকাত, সিরাজের ছেলে মনজুর আলম, মরিচ্যা এলাকার বাবুল প্রঃ ঢেঁকি বাবুল, আলী সওদাগর, থায়াইঙ্গা কাটার বাদশা, পশ্চিম গোয়ালিয়ার মহিলা মেম্বারের ছেলে ছুট্টো, চেকপোষ্টের সিএনজি জাফর,
মনখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দু রাজ্জাক (২৮), মোঃ ফয়সাল (৩২), মোহাম্মদ হোছন (৩৫), তোফাইল আহম্মদ, বাহাদুর, গোলাম শরিফের ছেলে নুরুল বশর, চেপটখালীর ফয়েজুর রহমান, মাদারবুনিয়ার শফিকুর রহমানের ছেলে আব্দুল জলিল (২৫), মোঃ ইউনুছের স্ত্রী রোকসানা আক্তার, মোঃ জাফরের ছেলে আব্দুল জলিল, মোজাহের মিয়ার ছেলে মোঃ উল্যাহ, চোয়াংখালী গ্রামের, জাহেদুল আলম, বর্মাইয়া হাশেম মাঝি, শামশুল আলমের ছেলে রুবেল, আব্দুল¬াহর ছেলে আব্দুল আজিজ, ছৈয়দুর রহমানের ছেলে আব্দুর রহিম, আবুল কাছিম প্রঃ সুদি কাছিমের ছেলে মনজুর আলম, সোনার পাড়ার নুরুল কবিরের স্ত্রী রেবেকা সুলতানা রেজি প্রঃ রেবি ম্যাডাম, রতœাপালং ইউনিয়নের গয়ালমারা গ্রামের রোস্তম আলী বৈদ্যের ছেলে আনোয়ার ইসলাম প্রঃ আনোয়ার ড্রাইভার ওরপে ডঙ্গী আনোয়ার, পূর্ব সোনার পাড়া বড় পাড়ার হাজী হোছন আলীর ছেলে আব্দুর রশিদ, সোনার পাড়া ইউনিয়ন পরিষদের পার্শ্বে বাড়ী বদিউল আলমের ছেলে নুর হোছন, পূর্ব সোনার পাড়া গ্রামের কালা মন্টুর ছেলে নুরুল কবির, সোনাইছড়ি গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে রোস্তম আলী, সোনার পাড়া গ্রামের অজি উল্যাহর ছেলে কাউছার আহম্মদ জনি, ওমর সওদাগরের ছেলে আলমগীর হোছন রানা, পশ্চিম সোনাইছড়ি গ্রামের আবু ছৈয়দের ছেলে মাহাদু, নুর মোহাম্মদের ছেলে আহম্মদ শরিফ, মৃত হোছন আলীর ছেলে শাহ আলম, মৃত রশিদ আহম্মদের ছেলে আব্দুল¬্যাহ, আব্দুল জলিলের ছেলে লাল মাঝি, মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে রাসেল, ফজল আহম্মদের ছেলে শামশু আক্তার, উত্তর সোনাইছড়ি গ্রামের হাবিব উল¬্যাহর ছেলে জয়নাল উদ্দিন জুনু, আমির হামজার ছেলে ছৈয়দ আলম, সুলতান আহম্মদের ছেলে মুজিবুল হক, সোনার পাড়ার জমির আহম্মদ প্রঃ কালা জমির, সোনাইছড়ি গ্রামের শফি আলম, জমির আহম্মদ, শামশুল আলম সোহাগ, লম্বরী গ্রামের ছৈয়দ আলম তাবাইয়া, বেলাল প্রঃ লাল বেলাল, উখিয়ার রূপপতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জমির মিয়া, গফুর মিয়া (৩৮), সোনার পাড়া গ্রামের মির আহম্মদ প্রঃ মিরু বলির ছেলে মোঃ শফিউল আলম (৩০), নাজির হোছন প্রঃ নাজুর ছেলে জয়নাল আবেদিন (২৮), শামশুল আলমের ছেলে জালাল উদ্দিন (২৮), মৃত কাদের হোছন বৈদ্যর ছেলে নুরুল কবির (৪০), নুরুল কবিরের ছেলে নুরুল আবছার (২০), বশির আহম্মদের ছেলে নজরুল ইসলাম (২৫), মোঃ ইলিয়াছের ছেলে সাগের আলী প্রঃ সাগর (৩০), নুরুল আলম মাঝি মোঃ আলম (৩৫), সোনাইছড়ি গ্রামের মোঃ সোলতান প্রঃ হাতী সোলতানের ছেলে জিয়াউল হক (৩৮), শফি আলম (৩৮) সহ সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র জড়িত রয়েছে। মানবচারকারীদের কারনে এলাকার সার্বিক আইন শৃংখলার মারাত্মক অবনতি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য স্থানীয় এলাকাবাসী মানব পাচারকারী দলের মুল হোতাদের গ্রেপ্তার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবী জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।