৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়া-টেকনাফের ৫ শতাধিক তরুন-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ‘সুশীলন’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সুপরিচিত এনজিও সুশীলনের মাধ্যমে উখিয়া-টেকনাফের বেকার, সুবিধা বঞ্চিত, ঝরে পড়া ৫ শতাধিক তরুন-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন (অনলাইনে) করা হয়েছে।
১৩ জুন বৃহস্পতিবার ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, উখিয়া মরিচ্যা বাজার শাখা অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সুশীলন এর পরামর্শক ও ইয়্যুত রাইজ প্রজেক্টের ফোকাল পারসন ম, মুজিবুর রহমান।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার।

তরুণ-তরুণীদের আগ্রহ ও পছন্দের ৯ টি ট্রেডে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করছেনন; যার মধ্যে রয়েছে জাতীয় দক্ষতামান প্রশিক্ষণ কম্পিউটার পরিচালনা লেভেল-১, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মোবাইল ফোন সার্ভিসিং, ল্যান্ড সার্ভে, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, জুট ব্যাগ এন্ড বক্স মেকিং, হ্যান্ড এমব্রয়ডারি (নকশি কাথাঁ) ও মোটর ড্রাইভিং।

উক্ত কোর্স সফলতার সাথে সমাপ্ত করে সরকারি সার্টিফিকেট প্রদান, চাকুরির সহায়তা ও উদ্যোক্তা হতে সহযোগিতা করবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সুশীলন ইয়্যুত রাইজ প্রজেক্টের কো-অর্ডিনেটর কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলন হিসাব শাখার উধ্বর্তন কর্মকর্তা আকতারুজ্জামান, মামুন রশিদ তমাল, এফএফ প্রকৌশলী নাইনুল ইসলাম, দেবু রয়, আলাউদ্দিন, শফিক, প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, বস্ত্র শাখার মাস্টার ট্রেইনার শারমিন সুলতানা, জেনিয়া, হুমায়ন কবির, জিন্নাত, সাখাওয়াত হোসেন সাকুসহ প্রমুখ।

উল্লেখ্য, এনার্জি ক্রাউন বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখার ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার লিংক রোড়, মরিচ্যা বাজার (উখিয়া) ও টেকনাফ শাখা থেকে বিশটির অধিক কোর্স ৫০% ছাড়ে ভর্তির সুযোগ রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা রোটারিয়ান প্রকৌশলী এইচ, মোরশেদ সোহাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।