
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ, উখিয়া উপজেলার পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছেন উখিয়া উপজেলা তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন। নবনির্বাচিত কক্সবাজার জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় সম্মাননা হিসেবে প্রতি মুক্তিযুদ্ধাকে একটি করে জাতীয় পতাকা পরিয়ে দেওয়া হয়।সম্মাননা স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও দুপুরের খাবার প্রদান করা হয়।
সংবর্ধিত পাঁচ বীর মুক্তিযোদ্ধা হলেন, উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা রত্নাপালং ইউনিয়নের সুরেশ চন্দ্র বড়ুয়া, হলদিয়া পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, রাজা পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুবেদার সুলতান আহমদ এবং পালংখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক চৌধুরী।

সংবর্ধিত মুক্তিযুদ্ধারা ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তৃণমূল ছাত্রলীগের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দেন।
উল্লেখ্য যে, গত বছরের ১৬ ডিসেম্বরে ছাত্রনেতা সালাহ উদ্দিন আরও পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে যথাক্রমে বাদশা মিয়া চৌধুরী, মেজর অব. আব্দুস সোবহান, মুক্তিযুদ্ধা মফজল আহমদ, বীর মুক্তিযুদ্ধা বাবু পরিমল বড়ুয়া ও লেন্স নায়েক জয়সেন বড়ুয়াকে সম্মাননা দিয়ে ছিলেন।

উল্লেখ্য তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সকল স্তরের মানুষ।
ছাত্রনেতা সালাহ উদ্দিন বলেন,”এটা শুধুমাত্র দেশের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কিছু করার প্রয়াস মাত্র”।তিনি ভবিষ্যতে এমন ভাবে আরো ভালো কিছু করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।