২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়া উপজেলার পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ, উখিয়া উপজেলার পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছেন উখিয়া উপজেলা তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন। নবনির্বাচিত কক্সবাজার জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় সম্মাননা হিসেবে প্রতি মুক্তিযুদ্ধাকে একটি করে জাতীয় পতাকা পরিয়ে দেওয়া হয়।সম্মাননা স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও দুপুরের খাবার প্রদান করা হয়।

সংবর্ধিত পাঁচ বীর মুক্তিযোদ্ধা হলেন, উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা রত্নাপালং ইউনিয়নের সুরেশ চন্দ্র বড়ুয়া, হলদিয়া পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, রাজা পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুবেদার সুলতান আহমদ এবং পালংখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক চৌধুরী।

সংবর্ধিত মুক্তিযুদ্ধারা ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তৃণমূল ছাত্রলীগের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দেন।

উল্লেখ্য যে, গত বছরের ১৬ ডিসেম্বরে ছাত্রনেতা সালাহ উদ্দিন আরও পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে যথাক্রমে বাদশা মিয়া চৌধুরী, মেজর অব. আব্দুস সোবহান, মুক্তিযুদ্ধা মফজল আহমদ, বীর মুক্তিযুদ্ধা বাবু পরিমল বড়ুয়া ও লেন্স নায়েক জয়সেন বড়ুয়াকে  সম্মাননা দিয়ে ছিলেন।

উল্লেখ্য তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সকল স্তরের মানুষ।

ছাত্রনেতা সালাহ উদ্দিন বলেন,”এটা শুধুমাত্র দেশের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কিছু করার প্রয়াস মাত্র”।তিনি ভবিষ্যতে এমন  ভাবে আরো ভালো কিছু করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।