১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

উখিয়ায় ৪৮০ প্রান্তিক কৃষক পেল কৃষি প্রণোদনা!

কক্সবাজারের উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উখিয়া উপজেলা পরিষদের সামনে ৪৮০ জন কৃষকের মাঝে লাল শাক, পালংশাক, মিষ্টি কুমড়া,লাউ টমেটোসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।

এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানান, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। বিশ্বব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে।

তারই ধারাবাহিকতায়‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৪৮০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি রবি মৌসুমে ৫ হাজার কৃষক কৃষানীর মাঝে সরিষা, চীনাবাদাম, ভুট্টা, বোরো উফসী, হাইব্রিড বীজ সার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।