৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২ | ১১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
মৃত উদ্ধার যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন জনৈক আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন কল দিয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করেছে।
 পানিতে মৃত যুবকের হাত-পা খোলা অবস্থায় ছিল। পরনে ছিল অর্ধহাতা গেজ্ঞি ও লুঙ্গি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এটি হত্যাকাণ্ড নাকি নিছক কোন দুর্ঘটনা তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।