
রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়ে আহত হয়েছে এক পুলিশ সদস্য। আহত পুলিশ কনেষ্টবল মনছুর আহমদ (২৩) বাইশারী তদন্ত কেন্দ্রের আওতাধীন আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পে কর্মরত।
পুলিশ সুত্রে জানা যায়, সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় সরকারী কাজে বান্দরবানের উদ্দেশ্যে সিএনজি গাড়ী যোগে যাচ্ছিল আহত পুলিশ কনেষ্টবল মনছুর। সড়কের ভোমারিয়া ঘোনা এলাকায় পৌছলে ডাকাতের কবলে পড়ে সিএনজি গাড়ীটি। এসময় ডাকাত দলের সদস্যদের হামলায় অন্যান্য যাত্রীদের পাশাপাশি গুরুতর আহত হয় সে। যথা সময়ে টহল চৌকিতে পুলিশের টহল দল না আসায় ডাকাতির সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কৃঞ্চ কুমার দাস ও আবু মুসা। এসআই আবু মুসা এই প্রতিবেদককে জানান, আহত কনেষ্টবল বর্তমানে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং উক্ত ঘটনায় অভিযান পরিচালনার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।