২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ হাইস্কুলের এসএসসি’৯০ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান যেন এক মিলন মেলা

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ মার্চ ঈদগাহ ফরিদ আহমদ কলেজ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুনর্মিলন অনুষ্টিত হয়।
জানা যায়, অনুষ্ঠানের শুরুতে ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্যাংকার হুমায়ুন কবির ও চন্দন পাল, অনুষ্ঠানে আগত প্রাক্তন ছাত্র ও তাদের পরিবার বর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নুরুল আজিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবদুল করিমের সঞ্চালনায় স্মৃতিচারণ পর্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী মাহবুবুল আলম, ব্যাংকার হুমায়ুন কবির, ব্যবসায়ী মমতাজুল হক, ব্যবসায়ী নুরুল কবির, প্রবাসী শফিউল আলম, মাস্টার মনছুর আলম, আতিকুর রশিদ তারেক, মাস্টার আমান উল্লাহ, আবদুল্লাহ জামান। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার শের আলী, মাস্টার আবু তাহের।
বক্তব্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা না ফেরার দেশে চলে গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের উপস্থিত পরিবার ও স্বজনদের সমবেদনা জানানো হয়। এরা হলেন প্রয়াত প্রফেসর আবদুল মালেক, রাশেদ উদ্দীন বাবর, হামিদুল হক, ছৈয়দ করিম, জয়নাল আবেদীনসহ আরো কয়েকজন। বিকাল ৩টার দিকে খাবারের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দেশের স্বনামধন্য শিল্পীরা উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ব্যাচের আমেরিকা প্রবাসী আজিজুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রবাসী জাহেদুল হক। রাত প্রায় সাড়ে ৯টার দিকে ভালোবাসার টানে ঢাকা থেকে বিমানে করে মিলন মেলায় অংশগ্রহণ করতে আসেন আরেক প্রাক্তন ছাত্র চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন প্রসাদ দাশগুপ্ত। উক্ত অনুষ্ঠানকে সফল করতে আয়োজকদের মধ্যে ছিলেন বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান, প্রবাসী জাহেদুল হক, ব্যবসায়ী সাহাব উদ্দীন, মহিউদ্দীন, মমতাজুল হক, চন্দন পাল বাবু, প্রবাসী ছৈয়দ আকবর, সাংবাদিক শেফাইল উদ্দীন। সুদূর আমেরিকা থেকেও অর্থ ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন আজিজুল হক ও সৌদি আরব থেকে এহেছানুল হক ফরাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন, জাফর আলম, শিমুল পাল, ব্যবসায়ী রহিম, কাজল পাল, ব্যবসায়ী আবদুল মুনাফ, ফেরদৌস, এডভোকেট জসিম উদ্দীন, ফারুক, ফখরুল, হামিদ, জমির, নবী হোসেন, আবু বক্কর, নুরুল হুদাসহ সকলের পরিবারের লোকজন মিলে প্রায় ৫শ উপস্থিতি এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। এরা প্রতিবছর ঝাঁকজমকপূর্ণভাবে পুনঃর্মিলন অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।