১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

ঈদগাঁও-ভোমরিয়াঘোনা সড়কটি খানা খন্দকে ভরপুর : সংস্কার দাবী

Khana-Kandok
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-ভোমরিয়াঘোনার যাতায়াত সড়কটি নানা স্থানে বর্তমানে খানা খন্দকে ভরপুর হয়ে উঠেছে। এলাকাবাসী উক্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে। এদিকে ঈদগড়-ঈদগাঁও সড়কে ধুমছাকাটা, গজালিয়া, ভোমরিয়াঘোনা, ব্রীকফিল্ড, মন্ডলপাড়া, পালপাড়া এলাকায়ও রয়েছে খানা-খন্দক। উক্ত গর্ত গুলো দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করছে। পথে বিকল হচ্ছে অনেক যানবাহন।  অন্যদিকে সড়কে চলাচলকৃত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে একের পর এক। ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে যেখানে চলাচলের জন্য সময় দরকার মাত্র ৫০ মিনিট সেখানে সময় ব্যয় হচ্ছে প্রায় দু’ঘন্টার কাছাকাছি। অন্যদিকে ভাঙ্গা রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় জখমও হচ্ছে প্রায় সময়। এছাড়া যানবাহন গুলো অনেক সময় রাস্তার মধ্যে খানে বিকল হয়ে পড়লে দু’পাশে দাড়িয়ে থাকা ছাড়া বিকল্প সড়ক দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। সড়কের কিছু কিছু জায়গায় গাড়ি গুলো চলতে গিয়ে অনেক যে কোন সময় খাদে পড়ে যেতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। তাই অতিসত্ত্বর উল্লেখিত স্থানের ভাঙ্গা রাস্তাটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে। একাধিক টমটম চালক ও হিল লাইন গাড়ি চালকের মতে, জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করা না হলে সড়কে আর কয়েকদিন পর যান চলাচল দূরুহ ব্যাপার হয়ে দাঁড়াবে। বিগত প্রায় ২বছর ধরে গর্ত গুলো সংস্কার না হওয়ায় জনমনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে স্টুডিও ব্যবসায়ী সুমন আজকের কক্সবাজারকে জানান, আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত সড়ক নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। এ কষ্ট কবে দুর হবে? উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, অবিলম্বে সড়কটি সংস্কার করে পথচারী ও যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করা হউক। অন্যদিকে ঈদগাঁও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সঞ্জিত দাশের মতে, দ্রুত সময়ে চলাচল সড়কটির খানা খন্দক সংস্কার করার জোর দাবী জানাচ্ছি উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি। এ ব্যাপারে সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালকরা অবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সড়কটি সংস্কারের লক্ষ্যে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।