১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২ | ১৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বাড়ি ভষ্মীভূত : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Fire

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৮ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৯ মার্চ রবিবার বিকাল ৪টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী ওয়াহেদরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, হঠাৎ শামসুল আলম মিস্ত্রীর বাড়ি থেকে আগুন বের হতে দেখা যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যেই একে একে পুড়ে যায় ৪টি বসতঘর। যাতে ৮ পরিবার থাকত বলে জানা যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে নিতে পারেনি। যতক্ষনে নিয়ন্ত্রনে আসে, এর মধ্যে ৪ বসতঘরও তাতে থাকা সব ধরণের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যাতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এলাকাবাসী জানিয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক হচ্ছে আখতার ড্রাইভার, নুরু (বাক প্রতিবন্ধী), এজাহার মিয়া, পুতু, হারুনসহ আরো ৩ জন। আগুনের সূত্রপাত সুনির্দিষ্টভাবে কোত্থেকে হয়েছে জানাতে না পারলেও বৈদ্যুুতিক সর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছে লোকজন। ক্ষতিগ্রস্থ বসতঘর মালিকেরা অত্যন্ত অসহায়। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্থরের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।