১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

ইয়াবা পাচার ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভয়ঙ্কর মাদক ইয়াবা ট্যাবলেটের অনুপ্রবেশ ঠেকাতে তিন বছর পর আজ (মঙ্গলবার) ঢাকায় দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার রোধে এটি হচ্ছে দুই দেশের দ্বিতীয় বৈঠক। বৈঠকে ডিএনসির মহাপরিচালক বজলুর রহমানের নেতৃত্বে ১৫ এবং মিয়ানারের কেন্দ্রীয় মাদকদ্রব্য নির্মূল কমিটির প্রধান পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল কোয়ে উইনের নেতৃত্বে তিন সদস্য অংশ নিয়েছেন।

ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মানজুরুল ইসলাম জানান, ইয়াবার বর্তমান পরিস্থিতিতে দুই দৈশের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে মিয়ানমার থেকে ইয়াবা পাচার ও সাইকোট্রোপিক সাবস্ট্যান্স অনুপ্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার অংশে ইয়াবা তৈরির ল্যাবরেটরি, মাদকসংক্রান্ত তথ্য ও পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ মাদকসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশর তরফ থেকে ওই ইয়াবা তৈরির ল্যাবরেটরির একটি তালিকা হস্তান্তর করা হবে মিয়ানমারকে। ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে এ দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা করেন তিনি।index

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।