২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ইসলামপুর শিল্প এলাকার নৌপথ দখল: হারিয়ে যাচ্ছে নাব্যতা

কক্সবাজার সদরের ইসলামপুর শিল্প এলাকার একমাত্র নৌপথটি দখলবাজদের দখলে হারাতে বসেছে তার নিজস্ব নাব্যতা। লবণ মিল করার নাম দিয়ে একের পর এক খালের দু’পাশ দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা।
অভিযোগে জানা যায়, উক্ত শিল্প এলাকায় নামে বেনামে ৭০টির ও অধিক লবণ মিল রয়েছে। তৎমধ্যে বেশ কয়েকটি মিল সাইনবোর্ড নাম সর্বস্ব এবং রশিদ মূলে। অপরদিকে একমাত্র লবণ ঘাট নামে পরিচিত ইসলামপুর খালের দু’পাশে ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশ কয়েকটি লবণ মিল। যাদের সরকারী কোন কাগজপত্র নেই। দখলবাজরা চলতি মৌসুমকে সামনে রেখে খালের উভয় পার্শ্বের বিভিন্ন পয়েন্টে একের পর এক গড়ে তুলেছে লবণ মিল।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মোহাম্মদীয়া সল্টের পূর্ব পার্শ্বে,বেসোডিয়াম সল্টের পশ্চিম পার্শ্বে, কৃষিবিদ সল্টের দক্ষিণ পার্শ্বে, সৈকত সল্টের পূর্ব পার্শ্বে, নূরানী সল্টের দক্ষিণ পাশসহ বিভিন্ন স্থানে দখলবাজরা রাতদিন ট্রাক ডাম্পার দিয়ে মাটি ফেলে এবং লবণ মিলের পলিমাটি দিয়ে বিভিন্ন স্থাপনার সাহায্যে গড়ে তুলেছে লবণ মিল। স্থানীয় লবণ মিল মালিক ও নদী দখলদারেরা একের পর এক নদীর বিভিন্ন টেক-বাঁক দখল করলেও প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়।
স্থানীয় নৌ চালকরা জানান,এভাবে ইসলামপুর নদী দখলদারদের দখলে চলে গেলে অচিরেই শিল্প এলাকায় লবণ আমদানির রপ্তানীর একমাত্র পথটি বন্ধ হয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।