২৬ জুলাই, ২০২৫ | ১১ শ্রাবণ, ১৪৩২ | ৩০ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

আ.লীগের কেন্দ্রীয় কমিটির চাঁদার হার বাড়ল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাসিক চাঁদার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি চলতি মাসের মধ্যে চাঁদা পরিশোধ না করা নেতাদের চাঁদা পরিশোধের তাগিদ দিয়ে চিঠি ইস্যু করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিঠিতে নতুন চাঁদার পরিমাণ ২০১৬ সালের নভেম্বর থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় দলের সাধারণ সম্পাদক চাঁদা পরিশোধের তাগাদা দেন বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্যদের মাসিক চাঁদা ধরা হয়েছে ৫ হাজার টাকা। একই পরিমাণ চাঁদা ধরা হয়েছে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও। আগে এ ফোরামের মাসিক চাঁদা ছিল ৩ হাজার টাকা। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। এই ফোরামের নতুন করে চাঁদার হার বাড়ানো হয়নি। এ ছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্যদের চাঁদা ধরা হয়েছে ৪ হাজার টাকা। যা আগে ছিল ২ হাজার টাকা।

এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের মাসিক চাঁদা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা হয়েছে। জাতীয় পরিষদের সদস্যদের ২০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, আমরা গত একমাস ধরে হোমওয়ার্ক করেছি। আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা থেকে আয়-ব্যায়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আজ রোববার সন্ধ্যার পর দলের সভাপতি শেখ হাসিনা সাথে তার সরকারি বাসভবন গণভবনে বসব এবং এটা চূড়ান্ত করব। আগামীকাল (৩১ জলাই) আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।