২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আল্লামা বদরী স্মরণে পৌর ছাত্রসেনার দোয়া মাহফিল অনুষ্ঠিত


দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাবেক প্রেসিডিয়ান সদস্য ও কক্সবাজার জেলার সভাপতি, হাফিজুল হাদীস, হযরত মাওলানা মরহুম গাজী জাফর আহমদ বদরী স্মরণে ২৪ জানুয়ারি সকাল ১০টায় পৌর সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ কেরামত আলীর উপস্থাপনায় এক দোয়া মাহফিল পৌর ছাত্রসেনার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ বদরী দক্ষিণ চট্টগ্রামে দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার প্রসার ঘটান। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা অবদান ও বিভিন্ন মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। বক্তারা আরো বলেন, আল্লামা বদরী ছিলেন জ্ঞানের সাগর, সু-বক্তা ও আদর্শ অধ্যক্ষ। তাঁর ইন্তেকালে মুসলিম মিল্লাত, সুন্নিয়ত, দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হবার নয়। তারই আদর্শকে বুকে ধারণ করে প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামা’আতে দলীয় নেতা কর্মীদের শোককে শক্তি বানিয়ে ইসলাম এবং মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্রসেনার, জেলা ও শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ ক্বিয়াম শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, উত্তর নুনিয়াছড়া গাউছিয়া জামে মসজিদে পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা কেরামত আলী সাহেব।
প্রসঙ্গত: আল্লামা জাফর আহমদ বদরী সাহেব গত ২১ শে জানুয়ারি চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।