১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

আল্লামা বদরী স্মরণে পৌর ছাত্রসেনার দোয়া মাহফিল অনুষ্ঠিত


দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাবেক প্রেসিডিয়ান সদস্য ও কক্সবাজার জেলার সভাপতি, হাফিজুল হাদীস, হযরত মাওলানা মরহুম গাজী জাফর আহমদ বদরী স্মরণে ২৪ জানুয়ারি সকাল ১০টায় পৌর সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ কেরামত আলীর উপস্থাপনায় এক দোয়া মাহফিল পৌর ছাত্রসেনার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ বদরী দক্ষিণ চট্টগ্রামে দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার প্রসার ঘটান। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা অবদান ও বিভিন্ন মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। বক্তারা আরো বলেন, আল্লামা বদরী ছিলেন জ্ঞানের সাগর, সু-বক্তা ও আদর্শ অধ্যক্ষ। তাঁর ইন্তেকালে মুসলিম মিল্লাত, সুন্নিয়ত, দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হবার নয়। তারই আদর্শকে বুকে ধারণ করে প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামা’আতে দলীয় নেতা কর্মীদের শোককে শক্তি বানিয়ে ইসলাম এবং মানবতার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্রসেনার, জেলা ও শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ ক্বিয়াম শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, উত্তর নুনিয়াছড়া গাউছিয়া জামে মসজিদে পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা কেরামত আলী সাহেব।
প্রসঙ্গত: আল্লামা জাফর আহমদ বদরী সাহেব গত ২১ শে জানুয়ারি চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।