২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামসহ চার গুনী ব্যক্তিকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান

 

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামসহ চার গুণী ব্যক্তিকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান করেছে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ।
স্বীয় কর্ম প্রচেষ্ঠায় শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবার মাধ্যমে অগণিত মানুষের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলাম এ সম্মাননায় ভূষিত হন।
তিনি ছাড়া ২০১৬ সালে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ পাওয়া আরো তিন গুণী ব্যক্তি হলেন- ‘দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ‘ইলমে হাদীস চর্চা ও শিক্ষা প্রদান এবং গবেষণার মাধ্যমে স্বীয় ধর্মের সৌন্দর্য্য প্রস্ফুটিত করার ক্ষেত্রে অনন্য অবদান’র স্বীকৃতি স্বরূপ- চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, ‘একজন দায়িত্বশীল, সৎ কর্মকুশলী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে শৃংখলা বিধান করে দেশ ও জাতির উন্নতির ক্ষেত্রে অনন্য অবদান’র স্বীকৃতিস্বরূপ- অবসরপ্রাপ্ত সচিব আ.ফ.ম সুলায়মান চৌধুরী এবং ‘চিকিৎসা সেবার মাধ্যমে দুস্থ মানবতার কল্যাণে বিশেষ অবদান’র স্বীকৃতিস্বরূপ- চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মোহাম্মদ জামাল হোসেন।
৪ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপনের ৩য় দিন সোমবার (১২ ডিসেম্বর) বাদে মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধিত করা হয়।


আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলামসহ ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ পাওয়া চার গুনী ব্যক্তি। ছবিতে সংবর্ধিতদের মধ্যখানে পীর সাহেব আল্লামা কুতুব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সঃ) পরিবেশনের পর স্বরচিত তাহনিয়তনামা “নজরে আকিদাত” পেশ করেন বায়তুশ শরফের পীর ছাহেব বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ) ।
সভাপতির বাণী পাঠ করেন- ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের উদ্যাপন কমিটি ২০১৬ এর যুগ্ম-আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্পাদকীয় বাণী পাঠ করেন- বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফুল করিম। আহ্বায়কের বাণী পাঠ করেন- ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন কমিটি ২০১৬ আহবায়ক আলহাজ্ব রফিক আহমদ।
বায়তুশ শরফের পীর বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে গুণীজন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান এর সম্মাননা পত্র পাঠ করেন- হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ। সাবেক সচিব জনাব আ.ফ.ম সুলায়মান চৌধুরী এর সম্মাননা পত্র পাঠ করেন- মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ। আলহাজ্ব এম.এম. সিরাজুল ইসলাম এর সম্মাননা পত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম এর পরিচালক মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক। ডা. মোহাম্মদ জামাল হোসেন এর সম্মাননা পত্র পাঠ করেন- মাওলানা সালাহ উদ্দিন মোহাম্মদ বেলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আনোয়ার আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ ও মুহাম্মদ মাহবুুবর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।