১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

আমিষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে সরকার- কক্সবাজারে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

সংবাদ বিজ্ঞপ্তিঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে লাল সবুজের স্বপ্নের বাংলাদেশ। ইতোমধ্যে ‘একটি বাড়ি, একটি খামার’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় দেশে আমিষের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত তিন বছরে সরকারের পাশাপাশি প্রান্তিক খামারীদের প্রচেষ্টায় প্রাণিজ আমিষ ও দুধের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। এছাড়া দুধ ও মাংস উৎপাদনে আগামীতে মাইলফলক সৃষ্টি হবে। ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় হোটেল মোটেল জোনের অভিজাত একটি হোটেলের বলরুমে বাংলাদেশ মার্জিলাল ডেইরী, ফ্যাটেনিং ফার্মারস সোসাইটির আয়োজনে এবং রংধনু ডেইরি ফার্মস ও এবিপিএস এর সহায়তায় ‘আধুনিক ডেইরি খামার ব্যবস্থাপনা, সমস্যা ও সম্ভাবনাঃ প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এই কর্মশালা খামারীদের সামনে আধুনিক বিজ্ঞানের নতুন দুয়ার খুলে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ মার্জিলাল ডেইরী, ফ্যাটেনিং ফার্মারস সোসাইটির সাধারণ সম্পাদক ও রংধনু ডেইরি ফার্মস এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মোরশেদ আহম্মেদ বাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি রেজাউল করিম, এডিএল এর কনসালটেন্ট মোঃ শফিকুর রহমান (শশী), মহাখালী এল, আর, আই এর ডাঃ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো গিয়াস উদ্দিন ও বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক ডাঃ মোঃ নূরুল আমীন। কর্মশালায় সারাদেশ থেকে মোট ১৫৩ জন ডেইরি খামারী অংশ নেন। অনুষ্ঠান শেষে তাদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।