
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ৬ জানুয়ারী বিকেল ৪ টায় সুফি পুকুরের দক্ষিণ পার্শ্বের মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। খেলায় দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন রাজঘাটা ক্রীড়া চক্র একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেমতল একাদশ। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক চৌধুরী বাবুল। উদ্বোধক ছিলেন হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী, আমিরাবাদের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, যুব সমাজের অহংকার আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু।অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র এলাকার কৃতি সন্তান, সমাজসেবক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য মাষ্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক রায়হান সিকদার, ইউপি সদস্য আইয়ুব আলী, সাতকানিয়া ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ইউপি সদস্য জকরিয়া কোম্পানী, সমাজসেবক ও ব্যবসায়ী মুজিবুর রহমান, রাজনীতিবিদ ফরিদুল আলম, নুরুল আবছার,অত্র এলাকার কৃতি সন্তান নুরুল আলম চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ আবু হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সউদ,অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক আরমান হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, খেলা মানুষের মনকে আনন্দ দেয় ও প্রফুল্ল রাখে। খেলাধুলায় থাকলে এলাকার তরুণ ও যুবকরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে বলেও বক্তারা জানান। খেলার সৌজন্য ছিলেন উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়ার কৃতি সন্তান, মিলেনিয়াম টিভির ইউএসএ (সৌদি আরব) প্রতিনিধি সাংবাদিক খলিল চৌধুরী।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।