চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-১৭ উদযাপন উপলক্ষে ২৬মার্চ সকাল সাড়ে ১১টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী।বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার আবদুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমিরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক রায়হান সিকদার।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মানিক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস নিলীমা আচার্য্য,মাষ্টার মোহাম্মদ এহেছান।অনুষ্টানে বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোনায়েম চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা সোনার বাংলাদেশ পেতাম না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছেন বলেও তিনি জানান।তিনি জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।