চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেমর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় গত ২০ ফেব্রুয়ারি সকালে আমিরাবাদ ইউপির কার্যালয়ে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ও লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির সচিব নিউটন চক্রবর্তী, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার এসএম ইউনুছ,ইউপি সদস্যরা যথাক্রমে মোহাম্মদ ইউসুফ, মৃণাল কান্তি মিলন মেম্বার,মোহাম্মদ আবদুল খালেক,মোহাম্মদ আইয়ুব,রেহেনা আক্তার,গ্রাম পুলিশ সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, ইউপির দফাদার মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিতরন অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেছেন,বর্তমান সরকার অসহায় ও হত দরিদ্র জনগণের সরকার। সারা বাংলাদেশের ন্যায় লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা,ভিজিডি চাউল,ন্যায মুল্যে চাউল বিতরন প্রদান করে যাচ্ছেন বলেও তিনি জানান। আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ধরণের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নাই। স্হানীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপির অান্তরিক প্রচেষ্টায় আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।