২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০ আশ্বিন, ১৪৩২ | ২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আমিরাবাদে নৌকার নির্বাচনী অফিসে আগুন

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান তেলী পুকুর পাড় এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা অফাসে সোমবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে দূর্বৃত্তরা আগুন দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান তেলী পুকুর পাড়ে নৌকা প্রতীকে প্রচারণার অফিসে ঘটনারদিন ভোর রাতে আগুন দেয় দূর্বৃত্তরা।

স্থানীয় দোকানদার নাজিম বলেন, ঘটনার দিন তেলি পুকুর পাড়ে আগুন দেখে দৌঁড়ে আসি। এসে দেখলাম কে বা কারা নৌকা প্রতীকের প্রচারাণা অফিসে আগুন দিয়েছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

স্থানীয়রা বলছেন, কারা আগুন দিয়েছে জানেন না। তবে প্রতিপক্ষরা এ কাজটি করেছে বলে ধারণা করছেন।

মল্লিক ছোবহান তেলী পুকুর পাড় নৌকা প্রচারণা অফিসের ইনচার্জ মাহমদুর রহমান চৌধুরী বলেন, কারা আগুন দিয়েছে জানি না। তবে প্রতিপক্ষরা নৌকার প্রচারণা দেখে প্রচারণা অফিসে আগুন দেয়। আগুন দিয়েও প্রচারণা বন্ধ করা যাবে না।

স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগিয়ে দিয়ে নৌকার প্রচারণা বন্ধ করা যাবেনা। নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক।এ ঘটনাটি জামায়াত- শিবিরের নেতাকর্মীরা ঘটিয়েছে। তিনি আরো বলেন,
নৌকা প্রতিকের নির্বাচনী আগুন দেওয়ার ঘটনায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই বিকাশ রুদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত চলছে। সৃষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ দিকে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান তেলী পুকুর পাড় এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা অফিসে অগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।