১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

আবারো আ.লীগে নতুন নেতৃত্ব খোঁজার তাগিদ শেখ হাসিনার

আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের দিনটিতে আবারও দলের নতুন নেতৃত্ব বেছে নেয়ার তাগিদ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। ৩৬ বছর আগের এই দিন দেশে ফেরার দিনটিতে নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময়ে গেলে শেখ হাসিনা এই তাগিদ দেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে। ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। এই দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ।


সকালে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার কাছে যান শুভেচ্ছা বিনিময়ে। এ সময় তিনি বঙ্গবন্ধু হত্যার আগের ও পরের নানা স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে ছয় বছরের ব্যক্তিগত দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন। বলেন, তিনি তিন যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দল চালাচ্ছেন। কিন্তু এখন নতুন কাউকে বেছে নেয়ার সময় এসেছে।
গত অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই তিনি নতুন কাউকে সভাপতি হিসেবে বেছে দিতে দলীয় নেতা-কর্মীদের তাগিদ দেন শেখ হাসিনা। সম্মেলন অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটির আগেও তিনি একই আহ্বান জানান। তবে কাউন্সিলররা তার সেই বক্তব্য মেনে নেননি। একমাত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে শেখ হাসিনার নামই প্রস্তাব করা হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।


জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হওয়ার পরও একাধিকবার শেখ হাসিনা তার নেতৃত্ব থেকে সরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও তিনি একই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘নতুন নেতৃত্ব খোঁজা দরকার। জীবন-মৃত্যু আমি পরোয়া করি না। মৃত্যুকে আমি সামনে থেকে দেখেছি। আমি ভয় পাইনি।’
তবে শেখ হাসিনা ছাড়তে চাইলেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে ছাড়তে চাইছেন না। তিনি নতুন নেতৃত্ব বেছে নেয়ার কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সবাই, ‘না’, ‘না’ বলে ওঠেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।