৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

আধুনগরের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়ার ভাই জনু সওদাগরের শোক সভা

রায়হান সিকদার,(লোহাগাড়া): সম্প্রতি আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া সরকারী ভাবে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় নাগরিক কমিটির উদ্যোগে ১৩ নভেম্বর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানটি শোক সভায় পরিণত হয়েছে। গত ১২ নভেম্বর দিবাগতে রাতে আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়ার বড় ভাই প্রবীণ ব্যবসায়ী মো: ফজল করিম প্রকাশ জনু মিয়া হঠাৎ বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ১৩ই নভেম্বর বাদে আছর মরহুমের নামাজের জানাজা শেষে আধুনরগ নাগরিক কমিটির পক্ষ থেকে আলহাজ্ব আইয়ুব মিয়ার সংবর্ধনা অনুষ্ঠানের কথা থাকলে তার বড় ভাই মো: ফজল করিম প্রকাশ জনু মিয়ার মৃত্যুর কারনে অনুষ্ঠানকে শোক সভায় পরিণত করা হয়েছে। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থপেডিক সার্জন, আধুনগরের গর্বিত সন্তান, লোহাগাড়ার জনপ্রিয় চিকিৎসক ডা: মো: মাহামুদুর রহমান। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট রাখাল চন্দ্র বড়–য়া। আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি ডা: আতাউল করিম আরবি, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি ও লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: ফরিদ আহমদ। পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু গোপাল চন্দ্র বড়–য়া ও নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী পরোপকারী মো: হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নাজিম উদ্দিন, আধুনগর ইউপির ১নং প্যানেল বাবু শিবু রঞ্জন পাল, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানী, ইউপি সদস্য মো: সোহেল, মো: সিরাজসহ অন্যান্য মেম্বারবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়ার জনপ্রিয় চিকিৎসক ডা: মাহামুদুর রহমান বলেছেন, আমরা সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ চাই। আমরা সুন্দর ও শান্তিতে বসবাস করতে চাই। একটি সমাজ সুন্দর হলে সে সমাজ আলোকিত হয়। তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখায় সরকারী তাঁকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। চেয়ারম্যান আইয়ুব মিয়া আধুনগরবাসীকে সম্মানিত করেছেন বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।