১৯ জুলাই, ২০২৫ | ৪ শ্রাবণ, ১৪৩২ | ২৩ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

‘আত্মঘাতী’ বোমায় পুলিশ-ছাত্রলীগ কর্মীসহ নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র পাশে কয়েক দফা বোমা বিস্ফোরণে আদালত পরিদর্শক এবং ছাত্রলীগ কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাব-পুলিশ, সাংবাদিকসহ আরও ৪০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম দফায় ফটো সাংবাদিক আজমল আলীসহ ছয়জন আহত হন।

দ্বিতীয় দফা হামলায় র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ আহত হন আরও ৩৪ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং শেষে বেরিয়ে আসার পথে এ বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫) এবং পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) আবু কয়ছর মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ যাওয়ার পর আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পরিদর্শক মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ, নজিম, রাসেল, ওয়াহিদুল, ইসলাম আহমদ পাপ্পু, নুরুল আলম, বিপ্লব, ছাত্রলীগ নেতা ফাহিম, হোসেন, আবদুর রহিম, ফখর উদ্দিন, মামুন, রহিম, মোস্তাক, ফারুক মিয়া, সালাউদ্দিন সিপার, ইমনসহ আরও ৩৪ জন গুরুতর আহত হন। প্রথম দফার হামলায় ছয়জন আহত হন।

জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে এ হামলার ঘটনা ঘটল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।