১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা

আজ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে

ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে আজ।এবারে দিবসটির প্রতিপাদ্য ‘বিগ ডাটা ফর বিগ ইমপ্যাক্ট’। ইন্টারনেট ও আইসিটির ব্যবহার সমাজ ও অর্থনীতিতে যে সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।এ উপলক্ষে ডাক ও টেলিকমিউনিকেশন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে রাজধানীতে সোহরাওয়ার্দী থেকে শোভাযাত্রা ও রোড শো । শোভাযাত্রায় মোবাইল ফোন অপারেটরসমূহের সুসজ্জিত বাহন ও বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই কর্মসূচির উদ্বোধন করবেন।

পাশাপাশি নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই অনুষ্ঠান উদ্বোধন করবেন ।এ উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আজ ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বিআরটিসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও আইটিইউ সেক্রেটারি জেনারেল হোলিন ঝাও দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

অপরদিকে, দিবসটি উপলক্ষে আগামীকাল ১৮ মে নগরীর আইইবি মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এএমটিওবি) সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।