১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

আজিজনগর আওয়ামীলীগে প্রথমবারের মত ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত

 


বান্দরবান পার্বত্য জেলার একমাত্র শিল্পনগরী আজিজনগর ইউনিয়নে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রথমবারের মত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যালটের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উৎসব মুখোর পরিবেশে ভোট প্রয়োগ করে।

শুক্রবার বিকেলে আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।

অন্যান্যদের সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক অাবুল কালাম মুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক চৌধুরী প্রকাশ বডুয়া, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ মোহাম্মদ ইসমাইল, সাধারন সম্পাদক বাবু বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যরা ব্যালটের মাধ্যমে এবারের নেতৃত্ব নির্ধারণ করেছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন শুরু হয়।

৯৫ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানঁ, সাধারন সম্পাদক ১৬৯ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে কামরুল ইসলাম কানন, ৯০ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে বাবু উথোয়াই মার্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।