গৌরব, ঐতিহ্যের, সংগ্রাম ও সাফল্যর ৬৯ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ হাটিহাটি পা পা করে ৬৯ বছরে পা দিয়েছে।এখন বাংলাদেশ ছাত্রলীগ বিশাল এক মহীরুহে পরিনত হয়েছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা এবং বাঙ্গালীর ইতিহাসের যা কিছু মহান এবং গৌরবময় তার সবটুকুর সমান অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ।
বাঙ্গালী জাতির ইতিহাসের প্রতিটি অধ্যায়ে রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা।বাঙ্গালী জাতি হিসেবে জন্ম গ্রহনের আতুর ঘর থেকে শুরু করে আজ অবধি স্বাধীনতা, সংগ্রাম আর শিক্ষার নিশ্চয়তার ছাত্রসমাজের তথা দেশবাসীর জন্য অতন্দ্র প্রহরী বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শিল্পনগরী আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগ।গতকাল সন্ধ্যায় আজিজনগর দলিয় কার্যালকে জন্মদিনে কেক কাটা হয়। অনুষ্ঠানে আজিজনগর ছাত্রলীগের অাহবায়ক নুরুল আলম রাজার সভাপতিত্বে ও যুগ্নআহবায়ক সালাহ উদ্দিন শেখ আরিফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খান, আব্দুল কুদ্দুস ভূইয়া, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, যুগ্নসম্পাদক হাজী জসিম উদ্দিন, মাসুদ আলম রানা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কানন, দপ্তর সম্পাদক আবু আহমদ, প্রচার সম্পাদক জসিম উদ্দিন টিটু, বান্দরবান জেলা কৃষকলীগের সদস্য নাজিম উদ্দিন রানা, আজিজনগর যুবলীগ সভাপতি আবুবক্কর সিদ্দিকী বাবুল ডানা, সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক জসিম উদ্দিন, মহিউদ্দিন সাহেদ, আলমগীর হোসেন, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু লিটন দাশ, সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক বাবু উথোয়াই মার্মা, আজিজনগর ছাত্রলীগের যুগ্নআহবায়ক ইমরান খানঁ, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এসএন শামীমুর রহমান, কিশোর কুমার দেব, আজম খান (আদনান) সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।