১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

আগামী নির্বাচনে না এলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। জীবন বাজি রেখে জঙ্গি দমন করে শান্তি ফিরিয়ে এনেছেন। দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। এসব উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে এবং শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইতে হবে।

তিনি রবিবার বিকালে গাজীপুরে ৫০০ শয্যার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আগামী বিএনপিকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে নাসিম বলেন, যে যত ফরমলাই দিক, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। গত তিন বছরে গাজীপুরে স্বাস্থ্য খাতে তিনশ’ কোটি টাকার উন্নয়ন হয়েছে। আগামী দেড় বছরে আরো ছয়শ’ কোটি টাকা ব্যয় করা হবে। যাতে মানুষ হাসপাতালে সুচিকিত্সা এবং মেডিক্যাল কলেজে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আবার জঙ্গিবাদের উত্থান হবে। উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। দেশ ধবংস হয়ে যাবে।

স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি ও সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবউল্লাহ, জেলা বিএমএ সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত প্রমুখ।

এর আগে মন্ত্রী দুপুরে টঙ্গি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও মালেকের বাড়িতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবন উদ্বোধন করেন। এছাড়া তিনি পর্যায়ক্রমে গাজীপুরে নার্সিং কলেজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল এবং ৫টি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।