দীর্ঘদিনের লোহাগাড়ার সর্বস্হরের প্রাণের দাবী অবশেষে দরবেশ হাট ডিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর আগামী ২৯মার্চ রোজ বুধবার বেলা ২টায় উদ্বোধন করা হবে বলে জানা গেছে। লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে লোহাগাড়া বটতলী হতে পুটিবিলা হাসিনা ভিটা পর্যন্ত দরবেশহাট ডিসি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
উক্ত জনসভা ও উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,অাল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের আহবায়ক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক যুব সমাজের অহংকার মোহাম্মদ জহির উদ্দিন।প্রধান বক্তা হিসেবে উপস্হিত থাকবেন
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব ওমর ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত থাকবেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এস এম আবদুল জব্বার।এছাড়াও জেলা, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উক্ত জনসভাকে সফল করতে সকলকে দলে দলে যোগদান করে অনুষ্ঠান সুন্দর ও প্রাণবন্ত করার আহবান জানিয়েছেন লোহাগাড়া যুব উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম রহমান মার্কেটের স্বত্বাধিকারী সৌদি প্রবাসী ও আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।