কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর ছাত্রদের নিয়ে গড়া একমাত্র সংগঠন ইসলামপুর ছাত্র পরিষদ (আইএসসি) ৬ষ্ঠ বারের মতো ক্রীড়াভিত্তিক টুর্ণামেন্ট আয়োজন করেছে। সোমবার ১৫ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটে ইসলামপুর কবরস্থান মাঠে আইএসসি মিনিবার গোল্ডকাপ নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর ৭নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। বিশেষ অতিথি ছিলেন- ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ দৌলা ও সংবাদকর্মী এমরান ফারুক অনিক। উপস্থিত ছিলেন- ছাত্রনেতা কানন বড়ুয়া বিশাল, মৌলানা জাহাঙ্গীর, নুরুল ইসলাম, হাশেম উল্লাহ, মোহাম্মদ ফরিদ, ইয়ার মোহাম্মদ, মোহাম্মদ জুবাইর, আমানুল হক ও মোহাম্মদ মোনাফসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় স্বাগতিক কিং স্টারকে ৪-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেন শহরের কৃষি অফিস সড়কস্থ জিলটান ১৩। নিজেদের প্রথম ম্যাচে জিলটান এর ৭নং জার্সিধারি ফারহান হ্যাট্রিক করেন ও শেষ পেরেক ঠুকেন ১১নং জার্সিধারি মাইনু এবং স্বাগতিক কিং স্টারের হয়ে শান্তনার গোল করেন ৬নং জার্সিধারি সোহেল। ম্যাচসেরা হয়েছেন জিলটানের হ্যাট্রিকম্যান ফারহান। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার সিরাজ, সহকারি ছিলেন জাহেদ ও সাইফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন আইএসসির মুজিব, রিয়াজ, তামিম, আজিজ, রুবেল, রফিক, রিফাত, ফাহিম, বশির, মতিউর, কাদের খান ও মাহফুজ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।