৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

অবশেষে উচ্ছেদ হলো আদালত পাড়ার অর্ধশতাধিক ভ্রাম্যমান দোকান

tusher-news-pic-300x225ছিনতাইকারী, চোর, প্রতারক চক্র, বাটপার ও মাদকসেবীদের দৌরাত্ম্য কমিয়ে আদালত পাড়ার স্বস্তি ফিরিয়ে আনতে অবশেষে উচ্ছেদ হলো অর্ধশতাধিক ভ্রাম্যমান দোকান। গতকাল বুধবার দুপুরে সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে ওইসব অবৈধ দোকানপাট গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলা ওই অভিযানে চায়ের দোকান, পান সিগারেটের দোকান, স্যান্ডেলের দোকানসহ মাছ বাজার উচ্ছেদ করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমান দোকানের কারণে আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দাবী করে ওইসব দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয় আদালতের পক্ষ থেকে। আদালতের লিখিত অনুলিপি পাওয়ার আদালত সহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওইসব দোকান পাট উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কক্সবাজারের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান, আদালত পাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি দোকানীদের সতর্ক করা হয়েছে। যদি পরবর্তীতে কেউ আদালত পাড়ায় ভ্রাম্যমান দোকান বসায় তবে তাকে জেল জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ভ্রাম্যমান আদালতের ওই অভিযানকে স্বাগত জানিয়ে কক্সবাজার আইনজীবি সমিতির সভাপতি জিপি মোহাম্মদ ইসহাক জানান, ভ্রাম্যমান দোকান উচ্ছেদের মধ্য দিয়ে আদালতে প্রাঙ্গণে অপরাধীদের আনাগোনা কমেছে। তবে প্রশাসনকে বারবার এমন অভিযান পরিচালনা করতে হবে যাতে আদালতের নিরাপত্তা নিশ্চিত থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।