১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : উখিয়ায় ডিসি

বিশেষ প্রতিবেদক:
“অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা প্রসাশক মামুনুর রশীদ৷ এসয়ম তিনি আরও বলেন, “সামনে শারদীয় দূগা উৎসব আছে৷ আমরা প্রত্যেকটি পূজা মণ্ডবের সভাপতি, মসজিদে ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলের শিক্ষক শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বসি৷ বসে সুন্দর করে সমন্বয় করি৷” নিরাপত্তার জন্য
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উখিয়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাকিল আহমেদ৷ উক্ত সভায় উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিবৃন্দ।
জেলায় বিভিন্ন অপরাধের মধ্যে ৬৬% অপরাধ হলো মাদক৷ এতো অপরাধ এতো মামলা স্বল্প পুলিশে হিমশিম খেতে হচ্ছে৷ সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম৷
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাহউদ্দিন, রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ আরও অনেকেই।
উক্ত কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষা, ইমাম, ছাত্রছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রমুখ৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।