৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান নামক জায়গায় অবস্থিত ঋষি আর্য অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। করোনা দুর্যোগে শুরু হতে তিনি এলাকার অভাবী ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন৷ লোহাগাড়া উপজেলায় ইতিমধ্যে দুই দফায় তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠান। স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী অভাবী ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

উক্ত কার্যক্রমের মধ্যে এক ব্যক্তি মারফত তিনি জানতে পারেন, সাতকানিয়া থানার বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুরা খাদ্য সংকটে আছে। উক্ত বিষয়টি শোনার সাথে সাথে তাদের জন্য খাদ্য সামগ্রী প্রেরনের ব্যবস্থা করেন। সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্তের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী প্রেরন করেন।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখছেন। এরই অংশ হিসেবে বাজালিয়া অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠান। উক্ত খাদ্য সামগ্রী পেয়ে অনাথ শিশুরা অত্যন্ত খুশি হয়েছে।

বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্ত বলেন, দাদা একজন দয়াবান লোক। এই দুর্যোগে সবসময় এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন। আমার এলাকার অনাথ আশ্রমের অনাথ শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। ঈশ্বর উনার মংগল করবেন।

আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন, মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠান টি চলছে। এই সময়ে খাদ্য সামগ্রী পাওয়ায় শিশুরা খুশি। আমি দাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর্শীবাদ করছি।

এসময় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।