৬ আগস্ট, ২০২৫ | ২২ শ্রাবণ, ১৪৩২ | ১১ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন সাংবাদিকতায় টেকসই মানের সৃষ্টি করেছে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম

 

নানা আয়োজনে কক্সবাজারে পালন করা হয়েছে দেশের মূলধারার শীর্ষ অনলাইন সংবাদপত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পঞ্চম বর্ষপূর্তি। এই উপলক্ষে রবিবার বিকেলে স্থানীয় দৈনিক ইনানী কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার। এই অনুষ্ঠানে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে শুভেচ্ছা জানাতে আসেন এখানকার সাংবাদিক, রাজনীতিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আসা লোকজন ঢাকাটাইমসের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বলেছেন, বাংলাদেশে অনলাইন সাংবাদিকতায় একটি টেকসই মানের সৃষ্টি করেছে নিউজপোর্টালটি। যুগের চাহিদা মেটাতে এ ধারা অব্যাহত রাখতে হবে বলেও মনে করেন তারা। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলার প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু বলেন-বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনার মাধ্যমে ঢাকাটাইমস ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। দীর্ঘ পাঁচ বছরের পথচলায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন গণমাধ্যম জগতে ঢাকাটাইমস আলাদা জায়গা করে নিয়েছে। ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, আরটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক ইনানীর ব্যবস্থাপনা সম্পাদক ও বার্তা প্রধান শফিউল্লাহ শফি, চ্যানেল২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলম, দৈনিক আমাদের কক্সবাজার এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক শাহজাহান চৌধুরী শাহীন, এসএ টিভির কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন, কক্সনিউজ ঢুডে ডটকমের সম্পাদক মোঃ শাহাদত হোছাইন, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, দৈনিক আমাদের কক্সবাজারের মফস্বল সম্পাদক এমএ আজিজ রাসেল, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, দৈনিক হিমছড়ির ছৈয়দ আলম, দৈনিক ইনানীর নিজস্ব প্রতিবেদক সিরাজুল ইসলাম, দৈনিক সকালের কক্সবাজারের নুরুল আজিম নিহাদ, ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, সিটিএনের ইসলাম মাহমুদ, দৈনিক ইনানীর বিজ্ঞাপন ব্যবস্থাপক ইসমাইল শাহ, কক্সবাজার জেলা মানব সেবা সংঘের সভাপতি ছোটন কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কর্মকর্তা জ্যোতি মল্লিক বাবু প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।