১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এমপি বদি

অগ্নিকান্ড ও দুর্যোগ প্রতিরোধে রোহিঙ্গাদের প্রশিক্ষন দেয়া জরুরী

নিজস্ব প্রতিবেদক : উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা অগ্নিকান্ডের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আগামী মাস থেকে বর্ষা শুরু হলে পাহাড় ধ্বসে ব্যাপক প্রানহানির আশংকা রয়েছে। তাই রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে প্রাথমিক ক্ষয়ক্ষতি এড়ানো যাবে।
তিনি আজ মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর অর্থায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত অগ্নি নির্বাপন নিয়ে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে বাংলাদেশকে অনেক উচুতে নিয়ে গেছেন। তাই সব রোহিঙ্গাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন। কারন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।
রোহিঙ্গাদের নিয়ে অনেকেই উষ্কানিমূলক বক্তব্য দিবে। এসব বিষয়ে রোহিঙ্গাদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি এনজিও সংস্থা গুলোকে ফায়ার সার্ভিসের জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ জানান।
উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইনচার্জ মোহাম্মদ তালুত, ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, আইওএমের কর্মকর্তা, পালংখালী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্টো প্রমূখ।
উল্লেখ্য, ৩ দিন ব্যাপী কর্মশালায় ৫০ রোহিঙ্গা নারী-পুরুষকে প্রশিক্ষন দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।