পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে দারুণ এক মাইলফলকে পা রেখেছেন তামিম ইকবাল। হাবিবুল বাশারের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রান তোলার কীর্তি গড়েছেন তিনি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ৩২ রান করে অপরাজিত আছেন তামিম। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের বর্তমান টেস্ট রান ৩০১০। দীর্ঘমেয়াদী ক্রিকেটে ৭টি শতক ও ১৭টি অর্ধশতক রয়েছে তার।
শুরু থেকেই সাহসী ব্যাটিংয়ের পসরা মেলেন তামিম। রাজসীকভাবে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার টেস্ট রানের ক্লাবে নিজের নাম লেখান তিনি। ইনিংসের অষ্টম ওভারে ইমরান খানের প্রথম বলে মিড-অফ আর কাভারের মাঝামাঝি দিয়ে চোখ ধাঁধানো এক চার মেরে এই মাইলফলকে পা রাখেন তামিম।
৬টি চারে ৩২ রান তুলে অপরাজিত থেকে দিন শেষ করা তামিমের সামনে আরও প্রাপ্তির হাতছানি রয়েছে। টেস্টে এখনো দেশের হয়ে সর্বোচ্চ রান তোলার রেকর্ডটি বাশারের। বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে পেছনে ফেলে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটি নিজের করে নিতে তামিমের দরকার আর ১৭ রান।
২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের হয়ে ৫০ টেস্ট খেলেন এই সাবেক ক্রিকেটার। ৯৯ ইনিংসে ৩০.৩৭ গড়ে ৩ হাজার ২৬ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে তার ৩টি শতক ও ২৪টি অর্ধশতক রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে মেলে ধরতে ব্যর্থ হন তামিম। মাত্র ৪ রান করে জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতকের (২০৬) রানের ইনিংস খেলে ৩ হাজার রানের দিকে অনেকটা এগিয়ে যান তামিম। মিরপুরে দ্বিতীয় টেস্টে সে লক্ষ্য পূরণ করলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।