২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯ আশ্বিন, ১৪৩০ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অবলম্বন পল্লী চিকিৎসক’-জেলা পরিষদ চেয়ারম্যান   ●  ‘প্রয়োজনে কালো গাউন ছেড়ে রোড লেভেলে যেতে হবে’   ●  তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান   ●  এরশাদ সরকার আমল ছিল দেশের স্বর্ণযুগ-সাবেক সাংসদ ইলিয়াছ   ●  পরিবেশ রক্ষায় শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে প্রশংসনীয় : মোঃ নজিবুল ইসলাম   ●  রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট-প্রকল্প মিয়ানমার-চীনের শুভঙ্করীর ফাঁকি!   ●  কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’   ●  রামুতে বনবিভাগের অভিযানে পানির পাম্প জব্দ   ●  সীমান্তে গরু চোরাকারবারীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে-ডিসি মুহম্মদ শাহীন ইমরান   ●  ১১ জেলার এসপিদের নিয়ে কক্সবাজারে গুরুত্ববহ সভা করলেন ডিআইজি নুরেআলম মিনা

৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত উখিয়া থানার আবুল খায়ের

মোহাঃ আবু সায়েমঃ ৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। ২৫ মে শনিবার সকাল ১০টায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শিডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন (বিপিএম)।

সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রেজওয়ান আহমেদ। উক্ত মাসিক কল্যাণ সভায় এপ্রিল মাসের কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মাদক ওঅবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিকসহ সার্বিক বিষয় বিবেচনাপূর্বক উখিয়া থানার ওসিকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

উক্ত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আদিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া সার্কেল)নাহিদ আদনান তাইয়্যান, সিঃ সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম (চকরিয়া সার্কেল), সিঃ সহক্রাী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত(মহেশখালী সার্কেল), সিঃ সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) মোহাঃ শহিদুল ইসলাম, সিঃ সহকারী পুলিশ সুপার ( ইন -সার্ভিস ট্রেনিং সেন্টার) মোহাঃ সাইকুল আহমেদ ভূইয়াঁসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে এক প্রতিক্রিয়ায় আবুল খায়ের বলেন, আজকের এই সম্মাননা আমার উখিয়া থানার সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল। যে প্রতিশ্রুতি অনুযায়ী উখিয়া থানায় যোগদান করেছিলাম সে প্র্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমার যাবতীয় শারীরিক ওমানসিক কার্যক্রম অব্যাহত থাকবে। উখিয়া থানাকে মাদকমুক্ত করতে প্রাত্যহিক অভিযান ও বিশেষ অভিযান চলমান থাকবে।সর্বোপরি উখিয়া থানা তথা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে যে থানায় নিয়োজিত থাকি না কেনো মডেল থানা রুপান্তরে আমার আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।