২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬


শিরোনাম
  ●  কলেজছাত্র মুরাদ হত্যা মামলার আসামি রহিম কারাগারে   ●  আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে কক্সবাজার ছাত্রলীগের সমাবেশ   ●  স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান    ●  চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন রোবায়েত   ●  সেন্টমার্টিনে ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার   ●  উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২   ●  উখিয়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি; কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ সড়ক লন্ডভন্ড   ●  উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী   ●  আরসার জোন ও কিলিংগ্রুপ কমান্ডার আটক ৩   ●  পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

২০ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন বাইশারী আলিক্ষ্যং সড়কে ইট বিছানোর কাজে ব্যাপক অনিয়ম

oeMUM b__e_cn1
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী – আলিক্ষ্যং সড়কে ইট বিছানোর কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়েছে ঠিকাদারী প্রতিষ্টান “জি.এম ট্রেডার্স ”। জানা গেছে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে নির্মানাধীন ১৪ শত ফুট ইট বিছানোর কাজটি করে যাচ্ছেন ঠিকাদার জসিম উদ্দীন ।উক্ত কাজে বর্তমান দায়িত্বে রয়েছেন বেলাল উদ্দীন প্রকাশ বেলাল মাঝি। দায়িত্বে নিয়োজিত বেলাল মাঝি নিজেই প্রকৌশলী এবং সে নিজেই মিস্ত্রি । প্রত্যক্ষদর্শীদের মতে বেলাল মাঝি কে বুঝানোর সাধ্য কারো নেই।ইতিপূর্বেও উক্ত বেলাল মাঝি যথগুলো কাজ করেছেন তার মধ্যে গুজামিল রয়েছে বলে স্থানীয়রা জানান।প্রাপ্ততথ্যে সরজমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় ,২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন ইট বিছানো কাজটিতে ব্যাপক অনিয়মের মধ্যদিয়ে কাজ সম্পন্ন করার পথে রয়েছে।স্থানীয়রা জানান ,ইট বিছানো কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয় নাই। বালির পরিবর্তে পাহাড়ের মাটি দিয়েই নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে ইট বিছানোর কাজ । কোন ধরনের সরকারী ভাবে প্রকৌশলীর তদারকিও চোখে পড়ে নাই।তাছাড়া কাজে ব্যবহার করছে নি¤œ মানের ইট ।সরকারের তদারকি না থাকায় ইচ্ছে মতেই চালিয়ে যাচ্ছে ইট বিছানোর কাজ ।ইট বিছানোর নিয়ম অনুযায়ী বক্র করার কথা থাকলেও তাও করেনি। সামন্য বৃষ্টিতেই ফাক ফোকর হয়ে গেছে রাস্তটি । জন সাধারনের উপকারের জন্য সরকার লাখ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মান করলেও বর্ষা মৌসুমে রাস্তার ইট পাহাড়ী ঢলে ভেসে নিয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা । বিষয়টি নিয়ে ঠিকাদারী প্রতিষ্টান জি.এম ট্রেডার্সের মালিক ঠিকাদার জসিম উদ্দীনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন , আগামী সাপ্তাহে এসে দেখে যাবেন।এ বিষয়ে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড প্রকৌশলী প্রশান্ত এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান , খতিয়ে দেখে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।