২৯ মার্চ, ২০২৩ | ১৫ চৈত্র, ১৪২৯ | ৬ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ইফতার মাহফিল-আলোচনা সভায় এমপি জাফর   ●  খুটাখালী ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল, আলোচনা সভায় এমপি জাফর

১৫ এএসপিকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদের ১৫ কর্মকর্তাকে বদলি  করা হয়েছে।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ হয়।  সোমবার প্রজ্ঞাপন জারি করা হলে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়- চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসাকে একই পদে একই জেলার এপিবিএনে, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল শেখ মো. আব্দুল্লাহ বিন কালামকে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মুহাম্মদ শফি ইকবালকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মাদারীপুরে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এ ছাড়া বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার চতুর্থ এপিবিএন মোছা. শিরিন আক্তার জাহানকে একই পদে রাজশাহীতে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে অতিরিক্ত পুলিশ সুপার ১২ এপিবিএন ঢাকায়, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার ফাল্গুনী পুরকায়স্থকে একই পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মো. আল মাহমুদ হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল কুড়িগ্রামে, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তৃতীয় এপিবিএন মো. মইনুল হককে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল গাইবান্ধায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল্লাহ-আল-মাসুমকে একই পদে চট্টগ্রামের হাটহাজারীতে, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইবনে মিজানকে একই পদে সদর সার্কেল পাবনায়, বর্তমানে মিশন থেকে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর), ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সিলেটে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।