৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব

১৩ ও ১৪মার্চ রামু হাইস্কুল ষ্টেডিয়ামে ঐতিহাসিক ইসলামী সম্মেলন

shomoy
আগামী ১৩ও ১৪ মার্চ শুক্র, শনিবার প্রতিদিন বিকাল ৩ঘটিকা হতে রামু হাইস্কুল ষ্টেডিয়ামে ইসলামী সম্মেলন পরিষদ রামু’র উদ্যোগে ২৯তম ঐতিহাসিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন শায়খুল হাদিস, পীরে কামেল, আল্লামা শাহ আহ্মদ শফী, মুহতামীম জামেয়া আহ্লিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতী মুজাফ্ফর আহমদ, মুহাদ্দিস আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া, চট্টগ্রাম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা মুফতী মুজিবুর রহমান যুক্তিবাদী, ঢাকা, আন্তর্জাতিক ইসিলামীক মুুবাল্লিক মাওলানা মুফতী মুর্শেদুল আলম চৌধুুুুুুুুুুুুুুুুুুুুুুুুরী, রামু, সাহিত্যিক ও গবেষক ইসলামী চিন্তাবিদ মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন, চট্টগ্রাম, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন ও যুক্তিবাদী মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, ঢাকা, ইসলামী গজলের গীতিকার ও সুরকার, শিল্পী অনলবর্ষী বক্তা মাওলান হাফেজ আমিনুল ইসলাম, কুমিল্লা। ইসলামী চিন্তাবিদ ও যুুুুুুুুুুুুুুক্তিবাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রাম। গবেষক ও ইসলামী বক্তা মাওলানা মুফতী হুমায়ন কবির খালভী, প্রভাষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা আবদুল্লাহ, মুহাদ্দিস জোয়ারিয়ানালা মাদ্রাসা রামু, মাওলানা শামশুল হক খতিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও আরো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন। জাতি, ধর্ম, নির্বিশেষে ইসলামী সম্মেলনকে জিকিরের সাথে স্বতস্ফুর্তভাবে সফল করার জন্য ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি মাওলানা আমান উল্লাহ সিকদার ও সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন তাওহীদী জনতার প্রতি আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।