৮ ডিসেম্বর, ২০২৩ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

গর্জনিয়া শাহ বদর আউলিয়া মাদরাসা হেফজখানায় ও এতিমখানা

১২জন হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান সম্পন্ন

বার্তা পরিবেশক:

গর্জনিয়া শাহ বদর আউলিয়া মাদরাসায় হেফজখানা ওএতিমখানা হিফ্জ সম্পন্নকারী ১২ শিক্ষার্থীদের পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম জুমছড়ি এলাকায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘সুশিক্ষার অভাবে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতমুখী জ্ঞানার্জনের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক, বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাফর আলম।
এ বছর হিফজ সম্পন্নকারী ১২ জনকে অনুষ্ঠানে পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, ১. হাফেজ মুহাম্মদ এনামুল্লাহ। ২.হাফেজ মুহাম্মদ আজিজ মওলা। ৩.হাফেজ মুহাম্মদ ছাদেক। ৪.হাফেজ মুহাম্মদ রিদওয়ান। ৫.হাফেজ মুহাম্মদ আবদুল আউয়াল। ৬. হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান। ৭. হাফেজ মুহাম্মদ আবদুর রশিদ। ৮. হাফেজ মুহাম্মদ মোবারক। ৯. হাফেজ মুহাম্মদ কলিমুল্লাহ (১)। ১০.হাফেজ মুহাম্মদ আক্কাস আলী। ১১. হাফেজ মুহাম্মদ ফুরকান। ১২. হাফেজ মুহাম্মদ কলিমুল্লাহ (২)। অনুষ্ঠানে সবিনা সমাপনকারী শিক্ষার্থীদের সনদ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।  হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পি,এম,খালী ধাওনখালী মাদরাসা মহা পরিচালক মৌলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন, আজিজুল উলুম মাদ্রাসা রাজারকুল রামু কক্সবাজার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক। প্রধান আলোচক গর্জনিয়া কচ্চপিয়া ওলামা পরিষদ এর প্রধান উপদেষ্টা মুফতি আব্দুল কুদ্দুস জামেয়া ছমুদিয়া লোহাগাড়া চট্টগ্রাম অধ্যাপক মাওলানা ড.নজমুদ্দীন, মরিচ্যাচর জমে মসজিদের মতুয়াল্যি জয়নাল আবেদীন সিকদার , মরিচ্যাচর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহি উদ্দিন, আরো উপস্থিত ছিলেন আলী  শিক্ষক ইসলামীয়া মাদ্রাসা আহমদ । মাওলানা ওমর ফারুক বিন ইসহাক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা নুরুল আবছার সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।